বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন
কমলনগরে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ ছাত্রলীগের (জেএসডি) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট বাজার কর্মী সমাবেশে এ কমিটি গঠন করা হয়। এ সময় কমলনগর উপজেলায় ছাত্রলীগ নেতা শরিফ হোসেমকে সভাপতি নুর আলম জিকুকে সাধারণ সম্পাদক করে মোট ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিকুজ্জামান পিরাচার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, উপদেষ্টা আবু নুর সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, রামগতি উপজেলা যুবপরিষদের সভাপতি হান্নান হাওলাদার, কমলনগর উপজেলা যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক আবুল বাছেত খোকন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন বিজয়, ছাত্রলীগ নেতা নাহিদ, শরিফুল ইসলাম ও নুর আলম জিকু প্রমুখ ।