রবিবার ● ২১ মার্চ ২০২১
প্রথম পাতা » শিক্ষা » সে কি আপনি
সে কি আপনি
বিউটি দাশ
না অভিযোগ না অভিমান কেবলই অনড় বিশ্বাস-
না আসলেও পারতেন হৃদয়ের এতটা নিবিড়ে, নিরব সংগোপনে,
সময়ের অন্তরালেই যদি ছিলেন জন্ম-মৃত্যু- হৃদয় অশ্রু জলে।
অজানা-অচেনা বা অদৃশ্যেই না হয় রইতেন আপনি-
স্মৃতি চিহ্নহীন নিরাকার যেমনটা ছিলেন কেবলি কল্পনার প্রেমি,
যেমন ছিলেন অদৃশ্যে আমিও তো চাইনি আর সাদৃশ্যে।
তবু অজস্র প্রেম হৃদয়েকে করেছিল সীমাহীন ঋণী
প্রকৃতি সমস্ত সৌন্দর্য্যের গভীরতা রংতুলি থেকে আনি স্থীর বিশ্বাসে আঁকি।
এমনি প্রেম বিশ্বাসের প্রতিজ্ঞা বেদী
আমার বক্ষে স্থাপনে শিখিয়েছি-
অপেক্ষা! অপেক্ষার তরে যে আসবেই।
অপেক্ষার অবশেষে এতটা বিলম্বে- বিশ্বাসের বেদী অক্ষত রাখতে আপনি মুখোমুখি,
কিন্তু সময় যে আজ দুঃসময়ের আমি মৃত্যুর মুখোমুখি।
আপনি যদি আপনার প্রতিজ্ঞা বাণীর বেদী -
অক্ষত রাখতে এত নিবিড় সংগোপনে,
আমি আপনারই বিশ্বাসে, প্রতিক্ষার বেদীতে আজ মৃত্যুর আলিঙ্গনে।
কি দিয়ে বরণ করি তব আজ ঐ প্রেমা সম্পদ চরণ-
অনড় বিশ্বাসে যাঁর আগমন অপেক্ষায়,
প্রতীক্ষায় প্রেম বিশ্বাসের বেদীতে নিভেছে জীবন প্রদ্বীপমম।।
আমার নিরব অপেক্ষা, ভাষাহীন অপ্রকাশিত প্রেম প্রতিক্ষা-
আপনার হৃদয় পর্যন্ত না পৌঁছানো
এই তব সিগ্ধ-মৃত্যু যাত্রার প্রেরণা।
শুধু থাক এক বিন্দু নয়নের জল-
কালের কপোতলে শুভ্রসমউজ্জল,
জন্মাবধি প্রেম প্রতীক্ষার———-।