সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা
কমলনগরে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নতুন বছরের প্রথম সকালে বই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) উপজেলার সকল বিদ্যালয়গুলোতে নতুন বই হাতে পেয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাসে যেন নতুন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজিরহাট মিল্লাত সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব শুরু হয়।
প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন তাদের শিক্ষক এবং অভিভাবকেরাও।
হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিতে এ উৎসবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুকন্ঠ বক্ত, প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু নুর সেলিম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক।
এছাড়াও হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা ইন্সট্রাক্টর শেখ আহমেদ মজুমদার, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, জেবায়তুন নেছা, আবিদা সুলতানা, হাসান মোরশেদ,নুর মোহাম্মদ, জামাল হোসেন,মো. ইব্রাহিম, জান্নাতুল ফেরদাউস প্রমুখ।