মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে অনুপম শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ
লক্ষ্মীপুরে অনুপম শিল্পীগোষ্ঠীর অভিভাবক সমাবেশ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম শিল্পীগোষ্ঠী’র অভিভাবক ও শিল্পী সমাবেশ সম্পন্ন হয়েছে । সোমবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহমদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অনুপম শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা কমেটির সভাপতি এড. শাহাদাত হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রচার ও পাঠাগার সম্পাদক হুজ্জাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপম শিল্পীগোষ্ঠীর উপদেষ্ঠা কমিটির সহ সভাপতি জাহিদ হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুপম শিল্পীগোষ্ঠীর সম্মানিত ভাইস চেয়ারম্যান- ফরিদ উদ্দিন । এছাড়াও অনুপম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক , ব্যাংকার ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠী ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দিবেন বিশ্বমায় তাদের উত্তরোত্তর কামনা করে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিল্পীরা যে শিখে যাবে তা যেন বাসায় গিয়ে ভালোভাবে শিখে এবং সুন্দর মানুষ গড়ার লক্ষ্যে নৈতিক এবং আদর্শবান মানুষ গড়ে তোলার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে লক্ষ্মীপুর অনুপম শিল্পগোষ্ঠী।অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিনয় আবৃতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। পরে অনুপম শিল্পীগোষ্ঠীর ২০২৪ সেটআপ সম্পন্ন হয়েছে। এতে আহমদ শরীফকে পরিচালক ও সাকিব হোসাইনকে সহকারিপরিচালক ঘোষণা করা হয়।