শুক্রবার ● ২৬ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
তোপধ্বনির পর প্রথমে উপজেলা প্রশাসন, কমলনগর থানা, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি, বিএনপি, ও কমলনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতযোগিতা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো, আবু তাহের, মো. সফিক উদ্দিন ও প্রেসক্লাবের সভাপতি এমএ মজিদ প্রমূখ।
চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।