বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ফরিদুন নাহার লাইলীকে নারী সদস্য নির্বাচিত করায় কমলনগরে আনন্দ মিছিল
ফরিদুন নাহার লাইলীকে নারী সদস্য নির্বাচিত করায় কমলনগরে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করায় লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ মিছিল করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চরলরেন্স ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন, সাধারণত সম্পাদক ও পাটারিরহাট ইউপি চেয়ারম্যান এ্যড নুরুল আমিন রাজু, চরফলকন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাঘা, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান মীর্জা আশরাফুজ্জামান রাসেল, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন মিলন, দুলাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন রাসেল, মাহবুবুর রহমান বাবলু, দিদার হোসেন, ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা মিছিলে অংশ নেয়।