শনিবার ● ৩০ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিভিন্ন মাদ্রাসায় ২৮শ’ কোরআন শরীফ বিতরণ
কমলনগরে বিভিন্ন মাদ্রাসায় ২৮শ’ কোরআন শরীফ বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন কাওমী মাদ্রাসায় প্রায় ২৮শ’ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অবসর প্রাপ্ত সেনা সদস্য আবদুর রহমান দিদারের উদ্যোগে উপজেলার চরফলকন ইউনিয়নের তামিরুল মিল্লাত কাওমী মাদ্রাসা ও এতিম খানার সামনে থেকে এ কোরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসায়ে হযরত ওমর ফারুক (রা:) এতিম খানার মোহতামিম মাও আলা উদ্দিন, তামিরুল মিল্লাত কাওমী মাদ্রাসা ও এতিম খানার মোহতামিম মাও আবদুর রহিম, দারুল ফালাহ কাওমি মাদ্রাসা ও এতিম খানার মোহতামিম মাও কামরুল ইসলাম, মদিনাতুল উলুম কাওমি মাদ্রাসার মোহতামিম মাও জহিরুল ইসলাম ও মাও ইসরাফিল প্রমুখ। জানা যায়,সাবেক সেনা সদস্য আবদুর রহমান দিদার করোনাকালীন সময়েও মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। তিনি ২০১৮ সালেও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন। এ বছর প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।