সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মাকে অপহরণের মামলায় ভাষা সৈনিকের নাতি গ্রেপ্তার
কমলনগরে মাকে অপহরণের মামলায় ভাষা সৈনিকের নাতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : সম্পত্তি আত্মসাতের চেষ্টায় লক্ষ্মীপুরের কমলনগরে মাকে অপহরণের মামলায় ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার নাতি আরিফুল ইসলাম সুমন(৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নানা বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।এর আগে কমরেড মোহাম্মদ তোয়াহার মেয়ে শাহানা বেগম চিনুর স্বামী এড আবুল খায়ের ঢাকা মুগদা থানায় তার বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় সুৃমন ওয়ারেন্টভুক্ত হয়ে হাজিরহাট গ্রামের কমরেড মোহাম্মদ তোয়াহার বাড়িতে পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার মেয়ে শাহানা আক্তার দীর্ঘ দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার বাসায় অবস্থান করছেন। এ সুযোগে তার আগের মাদকাসক্ত সন্তান আরিফুল ইসলাম সুমন মা’র কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার জন্য চেষ্টা করে। ব্যর্থ হয়ে সুমন ঢাকার মানিক নগর নিজ বাসায় সম্পত্তির জন্য আটক রেখে তার মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে । পরে শাহানার স্বামী এড আবুল খায়ের গত ২৪ মে মুগদা থানায় বাদি হয়ে মামলা করলে পুলিশ শাহানাকে হাসপাতাল থেকে উদ্ধার করলেও পুলিশ সুমনকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের হয়রানি থেকে বাঁচতে সুমন কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের নানা কমরেড তোয়াহার বাড়িতে অবস্থান করে। গোপন সংবাদে রোববার রাতে কমলনগর থানা পুলিশ ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, ঢাকার মুগদা থানায় করা মামলায় ওয়ারেন্টে থাকায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।