বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা » কমলনগরে সাংবাদিক স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
কমলনগরে সাংবাদিক স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে এনটিভির সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুস শহিদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের আয়োজনে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও সাব- রেজিস্ট্রার মোরশেদ আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ফয়েজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হাজির হাট উপকূল কলেজ সাবেক অধ্যক্ষ ও জেএসডি’র উপজেলা সভাপতি আবদুল মোতালেব, কমলনগর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম কাদের, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ও রামগতি উপজেলা সদস্য সচিব দিদার খন্দকার, হাজির হাট মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো: সাখায়েত হোসেন, প্রেস ক্লাব উপদেষ্টা কাজী মো: ইউনুস, শাইফুল্লাহ হেলাল,সিনিয়র সহ সভাপতি সানা উল্ল্যাহ, পল্লী নিউজ সম্পাদক ওয়াজি উল্ল্যাহ ও রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লবসহ কমলনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
খেলায় ২৪টি দল অংশ গ্রহন করে। প্রথম দিনে উপজেলা প্রশাসনকে হারিয়ে কমলনগর থানা প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়।
জানা যায়,কমলনগরের কৃতি সন্তান আবদুস শহীদ জীবনের বেশিরভাগ সময় ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির সিনিয়র বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন। ছাত্রাবস্থায় সাংবাদিকতায় যুক্ত হন জনাব শহিদ। দীর্ঘদিন দৈনিক দিনকালের চিফরিপোর্টার পদে দায়িত্ব পালনের পর যোগ দেন তৎকালীন লন্ডন ভিত্তিক টেলিভিশন- চ্যানেল এস এ, এরপর এনটিভিতে। তিনি ঢাকার সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন-ডিইউজের দুই বার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২৩ আগষ্ট ২০২০ ইং বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর সময় আবদুস শহীদ স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন ।