বুধবার ● ১৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খামারি বাচাঁতে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাংস বিক্রি
কমলনগরে খামারি বাচাঁতে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাংস বিক্রি
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : কমলনগরে লকডাউন সময়ে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণ, একই সাথে খামারিদের রক্ষার্থে ভ্রাম্যমাণ গাড়িতে করে উপজেলার বিভিন্ন হাটÑবাজারে সাশ্রয়ী মূল্যে দুধ ডিম মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও উপজেলা ডেইরি/পোল্টি ফার্মার্স এসোসিয়েসন। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় প্রতি লিটার দুধের দাম ৬৫ টাকা এবং প্রতি হালি ডিমের দাম ২৬ টাকা দরে বিক্রি করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান জানান লকডাউনের সময় খামারিদের উৎপাদিত পণ্য বিক্রয়ের সুযোগ না থাকায় তাদেরকে লোকসান গুনতে হয়। অপরদিকে সাধারণ মানুষ প্রাণিজ পুষ্টি থেকে বঞ্চিত হয়। এ সকল দিক বিবেচনা করে প্রাণি সম্পদ অধিদপ্তরের নির্দেশনায় আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরো বলেন পোল্টি খামারিদে সাথে কথা বলে মুরগীর মাংসের দাম ঠিক করা হবে আপাতত দুধ ও ডিম দিয়ে শুরু করা হলো