সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় মো: মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মিরাজ উপজেলার ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাগা বাড়ীর আজাদ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, তোরাবগঞ্জ এলাকা থেকে ড্রাইভার কবির হোসেন ট্রাক্টরট্রলিতে গাছের গুড়ি বোঝায় করে করইতলা এলাকায় ব্রিকফিল্ডে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা চটপটি বিক্রেতা মিরাজ তার অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে পৌছলে ট্রাক্টরট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টর চালক কবির হোসেন পলাতক রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।