শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আগে সংস্কার পরে নির্বাচন : তানিয়া রব
প্রথম পাতা » চট্টগ্রাম » আগে সংস্কার পরে নির্বাচন : তানিয়া রব
১৪৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগে সংস্কার পরে নির্বাচন : তানিয়া রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, জোট-ভোট পরে চিন্তা করি। এখনো রাষ্ট্র নিয়ে নানান রকমের ষড়যন্ত্র চলছে। আগে রাষ্ট্র নিরাপদ হোক, তারপরে নির্বাচন হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, দূর্বৃত্তায়নের কারণে ভোটের পদ্ধতি নষ্ট হয়েছে, সেই সিস্টেমগুলোকে যদি সংস্কার করা না হয়; তাহলে আমার-আপনার কারো ভোটের কোন দামই থাকবে না। আমাদের পছন্দের প্রার্থীও নির্বাচন করতে পারবে না। সংস্কারের বিষয়টি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় রয়েছে, জনগণকেও সংস্কারের দাবি তুলতে হবে। রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে যে খেলা চলছে, সেখানে কিন্তু আরও ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের বেড়াজালে রাষ্ট্রটি পথ হারাবার জায়গা রয়েছে।এজন্য প্রত্যেককে সজাগ হতে হবে। তাই আগে সংস্কার তারপরে নির্বাচন। বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার  পালকি চাইনিজ রেষ্টুরেন্টে ঐতিহাসিক ২রা মার্চ পতাকা দিবস পালনের দাবিতে যৌথ প্রতিনিধি সভায় তিনি  এ সকল কথা বলেন।

মিসেস রব বলেন, আ স ম আব্দুর রব একক দল থেকে এ রামগতি-কমলনগরে ৩ বার এমপি হয়েছে। এখনো সুযোগ আছে আমাদের দল থেকে এককভাবে জয়ী হওয়ার। এখুনি সুযোগ দলকে জাগিয়ে তোলার। আমরা আমাদের দলকে জাগিয়ে তুলবো এটা হউক অঙ্গিকার।

উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহর সঞ্চায়ালনায় এ সময় আরো বক্তব্য জেলা জেএসডির সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন,  কেন্দ্রীয় কমিটির নেতা বোরহান উদ্দিন রোমান, উপজেলা জেএসডির উপদেষ্টা আবু নুর সেলিম,সহসভাপতি খোরশেদ আলম মেম্বার, জেএসডি নেতা মাষ্টার আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, চরকাদিরা ইউনিয়নের সভাপতি  আলমগীর হোসেন বাহার, তোরাবগন্জ কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুন্না, হাজিরহাট ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকতার হোসেন, চরকালকিনি সাধারণ সম্পাদক আইয়ুব আলী,চরমার্টিন ইউনিয়নের সাধারণ সম্পাদক আ. সহিদ ফরাজি, উপজেলা শ্রমিক জোটের আহবায়ক হারুনুর রশিদ, যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ, আবুল বাছেত খোকন,ছবুর খান, আকতার হোসেন ও উপজেলা জেএসডির ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু প্রমূখ।






আর্কাইভ