

শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৪ বছর পরে যুবদলের কমিটি, স্থান পেয়েছেন নানা ও ইয়াবা কারবারি
কমলনগরে ১৪ বছর পরে যুবদলের কমিটি, স্থান পেয়েছেন নানা ও ইয়াবা কারবারি
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ১৪ বছর পরে আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুনের স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মাওলানা মো.ইউছুফ পাটোয়ারীকে আহবায়ক এ্যাড.আমজাদ হোসেন যুগ্ম আহবায়ক, আবু সায়েদ দোলনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এদিকে কমিটিতে স্থান পাওয়া নানা ও ইয়াবা কারবারিও রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এছাড়া একমাত্র যুগ্ম আহবায়ক এ্যাড আমজাদ হোসেন স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহবায়ক বলেও জানা যায়। শনিবার দুপুরে এ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দলের নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা যায়, কমিটি ৩ মাসের জন্য অনুমোদন দিলেও চিঠিতে কোন তারিখ উল্লেখ নেই। কমিটির আহবায়ক ইউছুফ পাটোয়ারীর ৩ মেয়ে বিয়ে দিয়েছেন। ওই সব ঘরে নাতি নাতনিও রয়েছে। এছাড়া ২৭ নম্বর সদস্য মোস্তফা সারোয়ার দীর্ঘ দিন ইয়াবা কারবারের সাথে জড়িত। তিনি ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেলেও ছিলেন দীর্ঘদিন। মোস্তফা সারোয়ারের এ অপকর্মে এর আগে একাধিক পত্রিকা নিউজও হয়েছে।
এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক নতুন কমিটির এক সদস্য বলেন, কমিটিতে টাকা ও তোষামোদকারীদের গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যারা দীর্ঘদিন এ দলের সাথে জড়িত তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এ ছাড়াও তিনি বলেন “এ দল হলো জি হুজুর যাহাপনার দল”।
কমিটির আহবায়ক মাওলানা ইউছুফ পাটোয়ারী বলেন, মেয়ে বিয়ে দিয়েছি, নাতি নাতনিতো থাকবেই। কমিটিতে ইয়াবা কারবারি আছে কিনা আমার জানা নেই।
জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন বলেন, আমাদের দলে ছাত্রদলের পদ পদবী থেকে যুবদলের কমিটিতে আসে। কারা কমিটিতে আসছে আমি তো সব ইউনিয়ন ঘুরে দেখতে পারবো না। ইয়াবা কারবারি কে তা আমার জানা নেই।