

রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জাতীয় ভোটার দিবস পালিত
কমলনগরে জাতীয় ভোটার দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে” এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘স্পন্দন’ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাহাত উজ জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, বন কর্মকর্তা কামরুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাও গিয়াস উদ্দিন, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও আলী হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু ও সাধারণ সম্পাদক মো.ফয়েজ প্রমুখ।