

সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » শিশু ধর্ষণের প্রতিবাদে কমলনগরে ছাত্রদলের মানববন্ধন
শিশু ধর্ষণের প্রতিবাদে কমলনগরে ছাত্রদলের মানববন্ধন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মাগুরায় শিশু ধর্ষণসহ সারাদেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, আইনশৃঙ্খলার অবনতি ও বিভিন্ন অপকর্মের বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে হাজিরহাট উপকূল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যেগে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, যুবদলের সদস্য এড.ফখরুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া, যুগ্ম আহবায়ক মাইদুল হাসান শামীম, আব্দুস সাত্তার, মাইন উদ্দিন তালুকদার, মেহেদী হাসান রায়হান ও একাদশ শ্রেণীর ছাত্রী মিতু আক্তার প্রমুখ।
প্রসঙ্গত, মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর, দুলাভাইয়ের হাতে ৮বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হন। এ ঘটনায় উত্তাল সারাদেশ।