

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এনআইডি সেবা নির্বাচন কমিশন হতে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
কমলনগরে এনআইডি সেবা নির্বাচন কমিশন হতে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
মো. ফয়েজ, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরীরসহ উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।
এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারিরা বলেন, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের অধীনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরিসহ অন্যান্য সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় রেখে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।