সোমবার ● ২৪ মে ২০২১
প্রথম পাতা » সর্বশেষ » কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
বিউটি দাশ
আজও গাই বিদ্রোহ কন্ঠে,
সাম্যের গান তোমার সৃষ্টি সুরে।
ঈশ্বর প্রদত্ত বিশ্বের নজরুল তুমি,
মাতৃ সংগীতে বুঝেছি আমি।
হে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম,
লহো মোর সহস্র প্রণাম।
কি দিয়ে আজ করি তব বরণ,
আজি ১২২ তম জন্ম জয়ন্তীতে তোমার চরণ।
দাতা তুমি গ্রহীতা আমি,
কি এমন সাধ্য মম তোমায় বরণে হে বিদ্রোহী।
তবু আমার হৃদয়ে রয়েছে ভক্তি- তোমার পূজার অর্ঘ্য,
সেথা রাখো তোমার আশীর্বাদ জ্ঞানসম্পদ- পদতল।
এসো হে হৃদয় মাঝে বিদ্রোহের মসী ধরা শিখাতে,
এসো তুমি সাম্যের অটুট প্রেমের বন্ধনে বাঁধতে ।
তোমার সম্প্রীতির বাণী
“মোরা একি বৃত্তের দু’টি কুসুম হিন্দু - মুসলমান”
নবরূপে এসো তুমি এই সত্যের দর্পনের মর্ম অক্ষত-রাখতে এর মান।
আজ প্রেমের কবি- বিভাজন - কত রকমের কবি,
এসবের ভিড়ে তোমার বড্ড প্রয়োজন হে বিদ্রোহী কবি।
জাগিয়ে দাও সম্প্রতির কবিত্বে তোমার বিদ্রোহের দিক,
না হয় ফিরে এসো বিদ্রোহের পৃথ্বীপতির নব রুপ।
আমি বা আমরা নয় তুমিও দেখতে বুঝতে-পারছো,
তোমার বিদ্রোহীর শূন্য স্থান সত্যিই শূন্য জেনো।
তোমার বিকল্পে একমাত্র তুমিই অদ্বিতীয় কবি,
নব চেতনায় নব রুপে ফিরে এসো পৃথিবীতে তুমি হে বিদ্রোহী।