বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন করারোপ ছাড়াই রায়পুর পৌর সভায় বাজেট ঘোষনা
নতুন করারোপ ছাড়াই রায়পুর পৌর সভায় বাজেট ঘোষনা
নিজস্ব সংবাদদাতা
রায়পুর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরেনতুন কোন কর আরোপ ছাড়াই ৩১ কোটি ০৫ লাখ ৫৬ হাজার ২৪৮ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে পৌরমিলনায়তনে এ বাজেট পেশ করেন মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৩১কোটি ০৫ লাখ ৫৬হাজার ২৪৮টাকা এবং ব্যায় ধরা হয়েছে ২৯ কোটি, ৩৬ লাখ ৯৫ হাজার টাকা এবং উদ¦ৃত্ত ধরা হয়েছে ১কোটি ৬৮ লাখ ৬১ হাজার ২৪৮ টাকা।
পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, পৌর সচিব আব্দুল কাদের,ব্যবসায়ীসমিতির সাবেক সভাপতি ইমাম হোসেন, বনিক সমিতির সহসভাপতি হুমায়ুন কবির ভাট, প্যানেল মেয়র আইনুল কবির মনির ভূইয়া,উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার কমিশনার,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নাজমে আরা মনি,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাঙ্গালী,উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা তানভির হায়দার চৌধুরী রিংকু প্রমুখ।এ সময় কাউন্সিলর বৃন্দ, পৌরকর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।