শনিবার ● ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরের ১০ ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণ
রায়পুরের ১০ ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণ
প্রদীপ কুমার রায়, নিউজ এ্যাডভান্স
রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এ সহায়তা বিতরণ করেন।
রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ কুমার দে বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ সহায়তা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নের জন্য আড়াই লক্ষ টাকা করে মোট ২৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। একেকটি ইউনিয়নের জন্য ২৯৬টি করে প্যাকেট করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, চিনি ও এক লিটার সয়াবিন তেল ছিল।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ কুমার দে প্রমুখ।