বুধবার ● ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মালিকানাধীন জমিতে সাব ষ্ট্রেশনের পিলার, প্রতিকারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন কৃষক
মালিকানাধীন জমিতে সাব ষ্ট্রেশনের পিলার, প্রতিকারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন কৃষক
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মালিকানাধীন জমিতে পল্লী বিদ্যুতের সাব ষ্ট্রেশনের দু’টি পিলার বসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন আবুল কালাম নামের এক ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলনগরে (হাজিরহাট অভিযোগ কেন্দ্র) সাব ষ্ট্রেশন নির্মাণ করছে পল্লী বিদ্যুত। গত বছরের ৪ ফেব্রুয়ারী হঠাৎ কৃষক আবুল কালামকে জানিয়ে পল্লী বিদ্যুতের সাব ষ্ট্রেশনের পশ্চিম অংশে ৩৩হাজার ভোল্টের দু’টি খুঁটি স্থাপন করে। বিষয়টি আবুল কালামের নজরে আসলে তিনি বাঁধা দেন। কিন্তু পল্লী বিদ্যুতের লোকজন উল্টো তাকে ভয়-ভীতি দেখিয়ে তাদের কাজ সম্পন্ন করেন। পরে উপায়ন্তর না পেয়ে তিনি পল্লী বিদ্যুতের জিএম বরাবর একটি লিখিত অভিযোগ দেন। তাতে তারা কোন কর্ণপাত করেননি। পরে তিনি কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমলনগর থানায় লিখিত অভিযোগ দেন। তাতেও কোন কাজ না হওয়ায় গত ২৮ জুলাই তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী আবুল কালাম জানান, মালিকাধীন জমিতে তাঁর সাথে যোগাযোগ ছাড়াই পল্লী বিদ্যুতের লোকজন দুটি খুঁটি স্থাপন করে। ওই জমিতে তাঁর প্রায় ৫লক্ষাধিক টাকার গাছ পালা কেটে পেলে তারা। এ পর্যন্ত জমিসহ তার ১৫লক্ষধিক টাকার ক্ষতি সাধন করেছে বলে দাবি করে আবুল কালাম।
এদিকে পল্লী বিদ্যুতের ডিজিএম মো, রেজাউল করিমের কাছে জান চাইলে তিনি জানান, সাব ষ্ট্রেশনতো আমরা নির্মান করিনি। আমরা শুধু সেবা দিচ্ছি। আবুল কালামের যদি ক্ষতি করা হয়; তাহলে তিনি পল্লী বিদ্যুতের চেয়ারম্যান বরাবর ক্ষতি পুরণ চেয়ে আবেদন করুক।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ জানান, বিষয়টি এখনো তাঁর নজরে আসেনি। অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।