বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি
কমলনগর ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের ব্যবহৃত সরকারী মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে বলে জানা গেছে। তার ব্যবহৃত মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার থেকে কোন ধরণের অর্থ দাবি করলে না দেওয়ার অনুরোধ জানিয়ে ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেজে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর আগেও ইউএনও’র ব্যবহৃত মোবাইল নাম্বারটি অনেকবার ক্লোন করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান কমলনগর থানায় সাধারন ডায়েরী (জিডি) করেন। এতে উল্লেখ করা হয়েছে, “উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর এর অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭৮৮৫৭৭৭১৪) টি প্রতারক চক্র ক্লোন করে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অর্থ দাবি করছে বলে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর মহোদয়ের অফিসিয়াল, ব্যক্তিগত মোবাইল বা টেলিফোন নম্বর ব্যবহার করে কেউ কোন ধরনের অর্থ দাবি করলে তা প্রদান থেকে বিরত থাকার জন্য এবং প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করা হলো।”
বিষয়টির সত্যতা জানিয়ে ইউএনও মো. কামরুজ্জামান বলেন, একাধিক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমি জানতে পেরেছি, আমার মোবাইল নাম্বার থেকে ফোন করে তাদের কারো টাকা দাবি করে আসছে। তারা (ইউপি চেয়ারম্যান) জানে আমি তাদের কাছ থেকে টাকা চাই না। তাই বিষয়টি আমাকে অবহিত করেছে। আমি তাৎক্ষণিক ঘটনাটি থানায় জিডি করা হয়েছে এবং কেউ যাতে টাকা দিয়ে প্রতারিত না হয় সেজন্য ফেসবুকে সতর্কবাতা দিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ প্রতারিত হয়নি বলে জানান তিনি।