শনিবার ● ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার সেই আওয়ামীগ নেতা বহিস্কার
গৃহবধূকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার সেই আওয়ামীগ নেতা বহিস্কার
লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামীগ নেতা মো.লিটনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।শুক্রবার রাতে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসেম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের স্বাক্ষরিত প্যাডে তাকে দল থেকে বহিস্কার করা হয়।
জানা যায়, এক গৃহবধূর স্বামী ইউরোপে যাওয়ার চেষ্টায় ঋণের জন্য কমলনগর ইসলামী ব্যাংক শাখায় যায়।ব্যাংকেই উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটনের সঙ্গে তার স্ত্রীর দেখা হয়৷ তখন লিটন তার পরিচয় দিয়ে ৬ লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার আশ্বাস দেয়। বিনিময়ে তার স্ত্রী যেন তাকে খুশি করে দেয় (কুপ্রস্তাব) এ দাবি করা হয়। ব্যাংকের লক্ষ্মীপুর শাখায় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে লিটন তার স্ত্রীকে আসে। ঘটনা সন্দেহজনক হওয়ায় গৃহবধূর স্বামী ৯৯৯ এ কল দেয় । পুলিশ ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই নারী রাতে থানায় মামলা করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালের মাধ্যমে জেলহাজতে পাঠায়।