মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ভাষাসৈনিক কমরেড তোয়াহার ৩৪তম স্মরণ সভা
কমলনগরে ভাষাসৈনিক কমরেড তোয়াহার ৩৪তম স্মরণ সভা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে প্রয়াত ভাষাসৈনিক কমরেড মোহাম্মদ তোয়হার ৩৪তম স্মরণ সভা হয়েছে। সোমবার সন্ধ্যায় তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) লক্ষ্মীপুর জেলা শাখা এ স্মরণ সভার আয়োজন করে। জেলা সাম্যবাদী দলের সভাপতি কমরেড নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট বুরোর সদস্য দিরেন সিং। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মহী উদ্দিন মহিম। সাম্যবাদী দলের সদর উপজেলা কমিটির সম্পাদক দিদার হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, তোয়াহাস্মৃতি বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড. আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু ও হাজিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য সাহাব উদ্দিন রনি, সাবেক সেনা সদস্য মো. শাহিন প্রমুখ।
এসময় বক্তারা প্রয়াত ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মোহাম্মদ তোয়াহার স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, কমরেড তোয়াহা ছিলেন এ দিশের মাটি ও মানুষের নেতা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে তার শক্ত অবস্থানের কারণে পাকিস্তানের আইয়ুব সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়। ওই মুক্তিযুদ্ধেও কমরেড মোহাম্মদ তোয়াহার অবদান লিখে শেষ করা যাবে না। বক্তারা অরো বলেন যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি। তারা আজ ইতিহাস বিক্রিত করছেন। কমরেড তোয়াহাকে বাদ দিয়ে ইতিহাস হবে না। ইতিহাস বিক্রিত করে যারা আজ দেশ চালাচ্ছেন তাদের উদ্দেশ্য বক্তারা বলেন, বর্তমান সরকার উল্টো দিকে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌছতে চান। উল্টোদিকে গাড়ি চালিয়ে বেশি দুর যাওয়া যায় না। এখনো সময় আছে জাতিকে সঠিক ইতিহাস জানতে দিন। সঠিক মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসুন।