বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন
লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর ( লক্ষ্মীপুর) : স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষক ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের ওয়েল্কাম চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়৷
সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছাইফ উল্লাহ হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।
এসময় মহাসচিব তাজুল ইসলাম ফরাজি, সমন্বয়কারী কাজী ফয়জুর রহমান, মুখপাত্র এসএম জয়নুল আবেদীন জিহাদী, মো. শামছুল আলম, ছাইদুর রহমানসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
জানা গেছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ ১৯৮৪ সালে মাদ্রস শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন দেওয়া হয়। এ মাদ্রাসার শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। দেশে প্রায় ১৮ হাজার ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এরমধ্যে ১৫১৯ টি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকরা ২৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা ২৩০০ টাকা ভাতা পায়। উর্ধ্বগতির দ্রব্যমূল্যের এ বাজারে স্বল্প ভাতায় শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। ১৮ হাজার মাদ্রসাকে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছে।