শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১
---

Newsadvance24
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ইসলাম » বিপদ-আপদ আর হতাশা দুর করতে ৫টি আমল
প্রথম পাতা » ইসলাম » বিপদ-আপদ আর হতাশা দুর করতে ৫টি আমল
২৯২৯ বার পঠিত
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপদ-আপদ আর হতাশা দুর করতে ৫টি আমল

আনোয়ার হোসাইন

---

যেকোনো সমস্যা, বিপদ-আপদ এবং দুঃখ-কষ্টে সহজ পাঁচটি আমল করুন। ইনশাআল্লাহ্ সহজেই সেই দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাবেন।
.
১. রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করা:
একজন সাহাবি নবীজিকে বলেছিলেন, তাঁর উপর প্রচুর দরুদ পাঠ করবেন। তখন নবীজি তাঁকে বলেন, “যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।
[তিরমিযি: ৪/৫৪৯, হাকিম: ২/৪৫৭, আত তারগিব: ২/৪৯৮; হাদিসটি সহিহ]
.
২. ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন; সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিযিকের ব্যবস্থা করে দেবেন।”
[আবূ দাউদ: ১৫২০, ইবনে মাজাহ: ৩৮১৯, তাবরানি: ৬২৯১]
.
৩. নফল সালাত আদায় করা (২ রাকাত):
মহান আল্লাহ্ বলেন, “হে ইমানদারগণ, তোমরা সবর (ধৈর্য) ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। আর নিশ্চয়ই একাজ বিনয়ী ও খোদা ভীরু ছাড়া অন্যদের জন্য খুবই কঠিন।”
[সুরা বাকারা: ৪৫]
.
৪. সাদাকাহ (দান) করা:
আল্লাহ্ বিভিন্ন কারণে আমাদেরকে দুঃখ-কষ্টে নিপতিত করেন। কখনো পরীক্ষা করার জন্য, কখনো শাস্তিস্বরূপ। এমতাবস্থায় আল্লাহ্কে খুশি করার বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অবশ্যই সাদাকা আল্লাহ তা‘আলার ক্রোধকে ঠান্ডা করে, আর খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করে।
[তিরমিযি: ১৯০৯]
.
৫. দু’আ করা:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যমিনের বুকে যেকোন মুসলিম আল্লাহর কাছে কোন দু’আ করলে - যে দু’আর মধ্যে কোন পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোন দু’আ না থাকে - আল্লাহ্ তার দু’আ কবুল করবেনই। তাকে তার প্রার্থিত বস্তু দিবেন অথবা তদানুসারে তার কোন বিপদ কাটিয়ে দিবেন।”
[তিরমিযি: ৫/৫৬৬, হাকিম: ১/৬৭০; হাদিসটি সহিহ]
.
অতএব, আমাদের জীবনে যে কোনো দুঃখ, কষ্ট, বিপদআপদ আসুক, আমরা মোটেও ঘাবড়াবো না। এই আমলগুলো করব আর আল্লাহর নিকট দু’আ করবো। ইনশাআল্লাহ্ সকল সমস্যার সমাধান হবে।

লেকচারার-
চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসা, নোয়াখালী





আর্কাইভ