শনিবার ● ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গাছ কাটলেন ইউপি সদস্য, মামলা করতে গড়িমসি
কমলনগরে গাছ কাটলেন ইউপি সদস্য, মামলা করতে গড়িমসি
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক বনায়ন কর্মসূচীর রাস্তার অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের একটি গামারি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মিয়া। যার আনুমানিক মূল্য প্রায় ৫০হাজার টাকা। খবর পেয়ে পুলিশ ও বন কর্মকর্তা গাছের গুড়িগুলো উদ্ধার করে ওই ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় রেখেছেন। এ ছাড়াও ওই সড়কে দীর্ঘ দিন একটি প্রভাশালী চক্র বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিলেও এখন পর্যন্ত কোন মামলা করেনি বন বিভাগ।
জানা যায়, শুক্রবার সকালে চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মিয়া একটি গামারি গাছ কেটে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাপর আহম্মদ গাছের গুড়িগুলো জব্দ করেন। পরে বন কর্মকর্তা মো. আব্দুর কাদের গিয়ে চরমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার জিম্মায় রেখে আসেন। এদিকে দীর্ঘ দিন থেকে ওই সড়কের বিভিন্ন প্রজাতির গাছ একটি প্রভাবশালী চক্র কেটে নিলেও কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবু মিয়ার সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা বন বিভাগের নার্সারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, তোরাবগঞ্জ –মতিরহাট সড়কে বহু আগে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা সামাজিক বনায়ন কর্মসূচী প্রকল্পের আওতায় গাছ লাগান। কমলনগরে প্রশিকার বর্তমানে কোন কার্যক্রম না থাকায় আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে গাছের গুড়িগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।