বৃহস্পতিবার ● ২৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকসার যাত্রী নিহত, আহত-৩
কমলনগরে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকসার যাত্রী নিহত, আহত-৩
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেলের ধাক্কায় নুরনবী (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকসার যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অরো ৩জন আহত হয়েছে। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত নুরনবী দক্ষিণ চরমার্টিন ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. এমদাদুল হক জানান, মতিরহাট থেকে সিএনজি চালিত অটোরিকসা যাত্রী নিয়ে তোরাবগঞ্জ যাচ্ছিলেন। অপর দিকে থেকে আসা মোটরসাইকেল আরোহী আবু ছায়েদ ঘটনাস্থলে পৌছলে সিএনজি চালিত অটোরিকসার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকসা থেকে ছিটকে পড়ে নুরনবীর মৃত্যু হয়। ওই সময় মোটরসাইলের আরোহী নুর উদ্দিন ও আটোরিকসার আরো ২ যাত্রী আহত হয়।