সোমবার ● ২৩ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতিতে শেয়ালের মাংস বিক্রয় করার অপরাধে সাজা
রামগতিতে শেয়ালের মাংস বিক্রয় করার অপরাধে সাজা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতিতে শেয়ালের মাংস বিক্রয় করার অপরাধে রঞ্জিত চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ মে) উপজেলার আলেকজান্ডার বাজারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী এ দন্ড দেন। দণ্ডপ্রাপ্ত রঞ্জিত রামগতি পৌরসভার চর ডাক্তার এলাকার কোমদ চন্দ্র দাসের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী বলেন, আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রির অপরাধে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে রঞ্জিতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার কাছ থেকে প্রায় ৬ কেজি শিয়ালের মাংস এবং চামড়া উদ্ধার করা হয়েছে। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং রামগতি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।