রবিবার ● ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, নিউজ এ্যাডভান্স
ঢাকা : স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শূন্য পদে শিক্ষকদের বেতন প্রদান ও জাতীয় স্কেল বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। ১৪ ই আগষ্ট (রবিবার) বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর আহমেদ শাহিন, মহাসচিব বাংলাদেশ নিকাহ রেজিষ্ট্রার সমিতি ও উপদেষ্টা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। বিশেষ অতিথি ছিলেন মাওঃ আলতাফ হোসেন সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি মোঃ সাইদুর রহমান, মহাসচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল কেন্দ্রীয় যুগ্ম মহসচিব। কেন্দ্রীয় শিক্ষক নেতা মাওলানা ইউছুফ সিদ্দিকী, জিয়াউল হক জিয়া,মোঃ আঃ রহিম, আনিসুল হক, অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন মাওঃ সামছুল হুদা, জরিফা বেগম ফেন্সি, রুবিনা আক্তার, নাছরিন বেগম,ডাঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী, এমদাদুল হক বাদল,মাওঃ নওশের আলী, এনামুল হক,মাহবুবুর রহমান, আবদুল আজিজ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তাগন ২০০৩ সাল থেকে অদ্যবধি পর্যন্ত প্রাইমারী শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী কোমলমতি হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে চলমান উপবৃত্তি চালু রাখা ও অনুদানভুক্ত ইবতেদায়ী শিক্ষকদের শূন্য পদের অনুদান ছাড়করণ ও জাতীয় স্কেলে বেতনের দাবী জানান। নতুবা আগামী ২৯ আগষ্ট ২০২২ ইং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরিশেষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি পুনগঠন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সকলের জন্যে দোয়া করা হয়।
মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল
মোবাইল নং০১৭১৮১১১৩৯২
তারিখ ১৪-০৮-২০২২ ইং