রবিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে করোনার প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান
কমলনগরে করোনার প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে করোনা ভাইরাস সুরক্ষার প্রথম টিকা নিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের পাটোয়ারী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী । এছাড়াও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসারদের মধ্যে প্রথম ভ্যাকসিন নিয়েছেন ডা. রেজাউল করিম রাজিব। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলনগরে টিকা দেওয়ার কার্যক্রম শুর হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোসলেহ উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) মাখন লাল মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মীর আমিনুল ইসলাম মঞ্জু, ডা.কাজী একরামুল হক, ডা.নাসিরুজ্জামান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, বিকল্পধারা বংলাদেশ কমলনগর উপজেলার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু ও সাংবাদিক এম এ এহসান রিয়াজ প্রমূখ।