সোমবার ● ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » ইসলাম »
কমলনগরের মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া এমরানকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
কমলনগরের মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া এমরানকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলণগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের মেডিকেলে সুযোগ পাওয়া এমরানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জজকোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব। সোমবার সন্ধ্যায় উপেজলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড’র মিয়াপাড়া এলাকায় তার নিজ বাড়িতে গিয়ে এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় তার বাবা-মাকে মিষ্টিমুখ করানো হয়।
জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার যোগ্যতা অর্জন করেছে এমরান হোসাইন। গতকাল বিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এমরান ওই এলাকার মো. ইউছুফের ছেলে।
মেধাবী এমরান উপজেলার হাজির হাট সরকারি মিল্লাত একাডেমি থেকে এসএসসি, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি’তে গোল্ডেন জিপিএ ৫ পায়। সে মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৪৭৯ তম স্থান অর্জন করে।
এমরান খুব অসহায় পরিবারের সন্তান। সে মেডিকেলে ভর্তির জন্য কোন কোচিং অথবা কারো কাছে প্রাইভেট পড়েনি। নিজের চেষ্টায় মেডিকেলে চান্স পেয়েছে। পরিবারে তার বাবা- মা ও ৪ বোন রয়েছে। সে কখনো ঢাকায় যায়নি। এই প্রথম মেডিকেলে পরীক্ষা দিতে ঢাকায় যায়। তার মেডিকেলে চান্স পাওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে।
এমরান বলেন, ইচ্ছাশক্তি মানুষকে বহুদুর নিতে পারে। আমি চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবা করতে চাই।
এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমম্যান ও জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব বলেন, এমরান এক অসহায় গরীব ঘরের সন্তান। তার অদম্য ইচ্ছা শক্তি তাকে বহুদুর এগিয়ে নিবে এটা আমার বিশ্বাস। তাই এমরানকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।