বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল নিরাপত্তা আইন নয়; এটা সরকারের সুরক্ষার আইন : আ স ম রব
ডিজিটাল নিরাপত্তা আইন নয়; এটা সরকারের সুরক্ষার আইন : আ স ম রব
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, সরকারের বিরুদ্ধে কোন কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানি করা হচ্ছে। এটা ডিজিটাল নিরাপত্তা আইন নয়; সরকারকে সুরক্ষার আইন। এভাবে আর বেশি দিন টিকে থাকতে পারবেন না। বিনাভোটে দুই মেয়াদে সরকারে থেকে দেশকে নরকে পরিনত করে রেখেছে। সারা দেশে আগুন জলছে। এ আগুনেই সরকারের পতন ঘটবে। সারা বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচন নিয়ে সরকার যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হবে না। দেশকে রক্ষা করতে জাতীয় সরকারের বিকল্প নেই। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জেএসডি’র উদ্যোগে হাজীগঞ্জের নিজ বাড়িতে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।
জনাব রব বলেন, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য মুক্তিযুদ্ধ করেছি। কিছু স্বার্থান্বেষী মহলের কারণে মুক্তিযুদ্ধ আজ প্রশ্নবিদ্ধ। আমি ক্ষমতা চাই না। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আরেকটা মুক্তিযুদ্ধ হবে। এ যুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আসুন দলমত নির্বিশেষে নিজেদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ হই। দেশকে এ জালিম সরকারের হাত থেকে রক্ষা করা সকলের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।
রামগতি উপজেলা জেএসডি’র সভাপতি মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক লোকমান হেসেন বাবলু’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, জেএসসি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড সৈয়দ মোহাম্মদ শামছুল ইসলাম, কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাবেক চরলরেন্স ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, রামগতির বিএনপি নেতা সাইদুল বারি মির্জা, যুবপরিষদের সভাপতি মো. হান্নান হাওলাদার ও স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।