বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জাতীয় » দেয়াল বিবেকের শীতার্ত চাদর
দেয়াল বিবেকের শীতার্ত চাদর
শিব্বির দেওয়ান
কলম তুমি তেজদীপ্ত হও
বেরিয়ে পরো চেয়ে দেখো শিশির ভেঁজা মুখ।
ওরা জলে সিক্ত
বস্রউপায়ে রিক্ত।
ওরা অন্নে ক্ষুধার্ত বস্রে উঞ্চতাহীন
ওরা চিরকালই জন্মে বেদনাতীত।
বেদনার কষাঘাতে সিগ্ধতার শিশিরে
ঘুমহীন প্রহরী।
ওরা আছে ওরা নেই
ওরা দেখে ও দেখে না।
প্রত্যাশা প্রাপ্তি
বিরহ দেয়ালে আটকা
বরফ গলা নদী শোক সাগর।
অভিশাপের বিলাপে স্বপ্ন দেখে,
স্বপ্ন বুঁনে।
এই নিপুনতা বড়ই নির্মম
কারুকার্যে চাওয়া পাওয়া
আবেগ অনুভূতি মান অভিমান ফুটিয়ে তুলে
ঘৃনার নির্যাসে কারো স্বার্থসিদ্ধে কাঁটা পুঁতে।
সেবক সেবা সুষম বন্টন
সম্পর্ক স্হাপনে
দেয়াল বিবেকের শীতার্থ চাদর
ওরা মানুষ নয়,ওরা শীত বুড়ি।
তাহা প্রতীয়মান
আহারে আহা মানবতা।