সোমবার ● ১৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ‘আশা’ জমিদারহাট শাখায় ফ্রী মেডিকেল ক্যাম্প
‘আশা’ জমিদারহাট শাখায় ফ্রী মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান
রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ‘আশা’ জমিদারহাট শাখায় ফ্রী ক্যাম্প করা হয়েছে। সোমবার দিন ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে এ ক্যাম্প করা হয়। ওই সময় জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন আশা লক্ষ্মীপুর জেলার এস. ডিএম মো. জহিরুল ইসলাম মোল্লা, ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম আজাদ, হেলথ সেন্টার ইনচার্জ চিকিৎসক রতন গুহ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফায়েল মিয়া, স্বাস্থ্য সহকারী তানিয়া বেগম, মুক্তা রানী দাস, সাথী রানী দাস, এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা।
জানা যায়,রামগতি পৌরসভার আশা জমিদারহাট স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওই ক্যাম্পে বিনামূল্যে রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান, ওজন পরিমাপ, রক্তচাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও আশার জমিদারহাট স্বাস্থ্যসেবা কেন্দ্র বিভিন্ন জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ মুহূর্তে এলাকার সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তারা।