বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ট্রাফিক ও বাজার পরিস্কারের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা
কমলনগরে ট্রাফিক ও বাজার পরিস্কারের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের বিভিন্ন বাজারে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বাজারের জমে থাকা ময়লা পরিস্কার করে নিজ হাতে বস্তাবন্দি করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। বুধবার সকালে উপজেলা সদর হাজিরহাট বাজারে গিয়ে দেখা যায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বাশিতে হুইসিল দিয়ে অটোরিকশা, বাস ও বিভিন্ন মালবাহী গাড়ি প্রয়োজন ছাড়া থামতে দিচ্ছেন না। আরেক গ্রুপ দোকানের সামনে পড়ে থাকা ময়লা নিজহাতে পরিস্কার করে বস্তাবন্দি করে অন্য জায়গায় নিয়ে পালাচ্ছেন। শিক্ষার্থীদের স্বেচ্ছায় এমন কর্মকান্ডে পথচারী ও ব্যবসায়িদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিনের গুনেধরা রাষ্ট্রের সংস্কারের দায়িত্বে আমরা কাজ করছি। যতদিন এ সমাজ ব্যবস্থার পরিবর্তন না না হবে ততদিন শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করে যাবে। আমরা রাষ্ট্র ব্যবস্থার আমুল পরিবর্তন করতে চাই।
হাজিরহাট বাজার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মনজুর বলেন, হাজিরহাট বাজারের যানজট দীর্ঘ দিনের। এখানে ট্রাফিক পুলিশ দিয়ে যানজন ঠেকানো যায়নি। শিক্ষার্থীদের এমন কর্মকান্ডে আমরা খুব খুশি হয়েছি।