শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
---

Newsadvance24
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জাতীয় » রামগতি-কমলনগরে পানিবন্দি পরিবারে জনজীবন বিপর্যস্ত
প্রথম পাতা » জাতীয় » রামগতি-কমলনগরে পানিবন্দি পরিবারে জনজীবন বিপর্যস্ত
১৯৮ বার পঠিত
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতি-কমলনগরে পানিবন্দি পরিবারে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : মেঘনার জোয়ার ও ভারী বর্ষণে লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর খাল-বিল, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বসতবাড়িও ডুবে গেছে। অধিকাংশ বাড়িতেই হাঁটুপানি। চুলায় আগুন না জ্বলায় পরিবারের রান্না-বান্না বন্ধ হয়ে পড়েছে। এতে হাজার হাজার পরিবারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা ও ভূলুয়া নদীর আশেপাশের গ্রামগুলোতে পানিবন্দি মানুষের দুঃখের যেন শেষ নেই। এছাড়া মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারের পানিতে তলীয়ে যায় চর ফলকন, সাহেবেরহাট, পাটারিরহাট, চর মার্টিন, চর লরেন্স, চর কালকিনি ইউনিয়ন। তোরাবগঞ্জ ও হাজিরহাট ইউনিয়নের মানুষও পানিবন্দি।

সরেজমিনে কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ভুলুয়া নদী এলাকা ঘুরে দেখা যায়,

ভুলুয়া নদীতে উপছে পড়ছে পানি। অথচ শুষ্ক মৌসুমে এ নদীতে পানিই থাকে না। একই সঙ্গে আশপাশের বিস্তীর্ণ এলাকাও ডুবে আছে বৃষ্টির পানিতে। অধিকাংশ বাড়িতেই হাঁটু পানি জমে আছে। আবার অনেক বাড়িতে কোমর পরিমাণ পানি, ঘরেও ঢুকে পড়েছে। সেখানকার মানুষ উঁচু এলাকায় আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

রামগতির চরপোড়াগাছা গ্রামের শেখের কিল্লা এলাকায় গিয়ে শতাধিক বাড়িতে হাঁটু পরিমাণ পানি দেখা যায়। তারা বাড়ি রান্না হাঁড়ি বসাতে পারছে না, ঘরে বাইরে পানি আর পানি।

চরবাদাম ইউনিয়নের বেঁড়িবাঁধ এলাকার পূর্ব পাশে দেখা যায়, বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। গণকবরস্থান ডুবে আছে।

রামগতি ও কমলনগরের বাসিন্দারা বলছেন, ভূলুয়া নদীর বিভিন্ন স্থান দখল হয়ে গেছে। যে কারণে সহজে পানি সরতে না পারায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। অপরদিকে, মেঘনা নদী অরক্ষিত, এখানে নেই তীর রক্ষা বাঁধ যে কারণে জোয়ার এলেই গ্রামের পর গ্রাম ডুবে যায়।

রামগতি উপজেলার চরবাদাম ও চরপোড়া গাছা ইউনিয়ন ঘুরে পানিবন্দি বাসিন্দাদের দুর্দশার চিত্র দেখা যায়। এছাড়াও বালুর চর, আলেকজান্ডার, চর গোসাই, চর আবদুল্লাহ, রগুনাথপুরসহ মেঘনা উপকূলীয় গ্রামগুলো অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে।

এদিকে, জেলা ও উপজেলা প্রশাসন এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পানিবন্দি পরিবারের পাশে দাঁড়িয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস কোমর পানি মাড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিতে দেখা গেছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, মেঘনার জোয়ারের সময় স্লুইসগেট বন্ধ করে দেওয়া হচ্ছে, ভাটার সময় খুলে দেওয়া হয়।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন, জেলায় শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া আমাদের স্থায়ী ও অস্থায়ী ১৮৯টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রয়েছে।







জাতীয় এর আরও খবর

মেজর জলিলকে বীরত্বসূচক খেতাব দিতে হবে: আ স ম রব মেজর জলিলকে বীরত্বসূচক খেতাব দিতে হবে: আ স ম রব
কমলনগরে মাওলানা আবদুল হান্নান (রহ:) এর স্মরণে আলোচনা সভা কমলনগরে মাওলানা আবদুল হান্নান (রহ:) এর স্মরণে আলোচনা সভা
কমলনগর ক্রিকেট লীগ খেলার ‘ড্র’ ও ট্রফি উম্মোচন কমলনগর ক্রিকেট লীগ খেলার ‘ড্র’ ও ট্রফি উম্মোচন
কমলনগর প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখার অঙ্গিকার কমলনগর প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখার অঙ্গিকার
কমলনগরে দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি ঠেকাতে ন্যায্য মূল্যের বাজার কমলনগরে দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি ঠেকাতে ন্যায্য মূল্যের বাজার
স্ত্রীর স্বীকৃতির দাবিতে কমলনগরে গৃহবধূর  অনশন স্ত্রীর স্বীকৃতির দাবিতে কমলনগরে গৃহবধূর অনশন
কমলনগরে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার কমলনগরে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার
কমলনগরে স্কুল ও প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি কমলনগরে স্কুল ও প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
তারেক রহমান হিসেব করে মনোনয়ন দিবেন, ভয় পাওয়ার কোন কারণ নেই : এ্যাড হাসিব তারেক রহমান হিসেব করে মনোনয়ন দিবেন, ভয় পাওয়ার কোন কারণ নেই : এ্যাড হাসিব
কমলনগর কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও নগদ অর্থ প্রদান কমলনগর কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও নগদ অর্থ প্রদান

আর্কাইভ