শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কমলনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জগবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন। মীর ফাউন্ডেশনের সভাপতি ইমান আলী সর্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলামা হমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন ও প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু। মীর ফাউন্ডেশনের সদস্য সাইফুল্লাহ মনিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেএসডি নেতা কামাল হোসেন দেওয়ান,জাজিরা হাওলাদার জামে মসজিদের খতীব মাহমুদ হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ, অর্থ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শরীফুল ইসলাম, চরফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো ইব্রাহিম, লক্মীপর জেলা ছাত্রদলের সহসভাপতি বেলায়েত হোসেন, চরপলকন ছাত্রদলের সভাপতি জায়েদ হোসেন ও ছাত্র নেতা আপরোজ প্রমুখ।
জানা যায়, মীর ফাউন্ডেশন দীর্ঘ ১০ বছর থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে ৮শ’শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।