রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জাতীয় শ্রমিক জোটের কমিটি গঠন
কমলনগরে জাতীয় শ্রমিক জোটের কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটয়ারীর হাট ইউনিয়ন জাতীয় শ্রমিক জোটের কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কর্মী সম্মেলন এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মাইন উদ্দিন হাওলাদারকে আহবায়ক ও আবদুর শহিদকে যুগ্ম আহবায়ক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা জাতীয় শ্রমিক জোটের আহবায়ক মোঃ হারুনর রশীদ, যুগ্ম আহবায়ক আবদুল কাইউম, আনার উল্লাহ, পাটোয়ারী হাট ইউনিয়ন জেএসডি সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন, উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ, জাতীয় যুব পরিষদের উপজেলা আহবায়ক মাহামুদুর রহমান বেলাল ও যুগ্ন আহবায়ক আবুল বাসেত খোকন প্রমুখ।