শিরোনাম:
ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর ইউএনওকে বিদায় সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর ইউএনওকে বিদায় সংবর্ধনা
১১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগর ইউএনওকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলনগর প্রেসক্লাব এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় সাংবাদিকদের মধ্যেই উপস্থিত ছিলেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহসভাপতি আরিফুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো জামাল উদ্দিন, সদস্য মোশারফ হোসেন হাওলাদার ও মো ইব্রাহিম প্রমুখ। এর আগে বুধবার রাতে উপজেলার অফিসার্স ক্লাবের পক্ষ থেকেও তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ২০২২ সালের ৫ই ডিসেম্বর এ উপজেলায় ইউএনও হিসেনে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি ঘুষ-দুর্নীতির উর্ধ্বে থেকে যেকোন বিপদ-আপদে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে তিনি বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা করেছেন। যার কারণে তিনি কমলনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

গত বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হতে হিসেবে পদায়ন করেন।

বিদায় বেলায়  ইউএনও সুচিত্র রঞ্জন দাস সাংবাদিকদের বলেন, আমাকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত। আমি ইউএনও হিসেবে এ উপজেলায় প্রথম দায়িত্ব পালন করেছি। এ জন্য দেশের যে প্রান্তেই থাকি কমলনগর থাকবে আমার দরদের জায়গা। কাজ করতে গিয়ে উপজেলার সকল মানুষের সহযোগিতা পেয়েছি। এ জন্য আপনাদের সকলে কাছে আমি কৃতজ্ঞ।





আর্কাইভ