বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সম্মেলন
কমলনগরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর কমলনগরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যেগে কৃষক সম্মেলন হয়েছে। বুধবার বিকালে হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেন কৃষক ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হারাধন চক্রবর্তী। এ উপলক্ষে জালানী তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খোদ কৃষকের নিকট থেকে উচিত মূল্যে সরকারিভাবে ধান ক্রয়, কৃষক-কৃষি ও দেশ বাচাঁওসহ বিভিন্ন দাবীতে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর হাজিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক ও চরফলকন ইউপি সদস্য কমরেড ইব্রাহীম খলিল। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, জোন দশএর সম্বয়ক কমরেড অর্জুন দাস, নোয়াখালী জেলা বাসদের সম্বয়ক কমরেড খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদ, বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড এম এ মজিদ, সদস্য সচিব কমরেড এডভোকেট কমরেড মিলন মন্ডল প্রমূখ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা কৃষক ফ্রন্টের সদস্য সচিব কমরেড ফিরোজ আলম। সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্বকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য মঙ্গলবার বিকালে কাউন্সিলের মাধ্যমে কৃষক নেতা নূরুল ইসলাম হাওলাদারকে আহ্বায়ক ও কমরেড হারুন অর রশিদকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অপরাপর সদস্যগণ হলেন কমরেড জাহাঙ্গীর আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ জিল্লাল উদ্দিন মোঃ শাহজাহান ফরাজী ও মোঃ রফিক উদ্দিন ফরহাদ।