শনিবার ● ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রেসিডেন্টের দায়িত্বে কমলা বাইডেন
প্রেসিডেন্টের দায়িত্বে কমলা বাইডেন
হাকিকুল ইসলাম খোকন , নিউজ এ্যাডভান্স
যুক্তরাষ্ট্রঃ চিকিৎসার জন্য ছুটিতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছুটিতে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব কমলা হ্যারিসের কাঁধে দিয়ে গেছেন বাইডেন। তাঁর অনুপস্থিতিতে সাময়িক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আর এর মাধ্যমে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি একটি বিবৃতিতে জানান, ২০০২ এবং ২০০৭ সালে একই ভাবে চিকিৎসার কারণে ছুটি নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেই সময়ও সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে কোলনোস্কপি করাতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে। একে রুটিন চেক-আপ বলা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন।