রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের কাতারে ২৫তম হবে বাংলাদেশ -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের কাতারে ২৫তম হবে বাংলাদেশ -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বঙ্গবন্ধু ভিত রচনা করে গিয়েছেন। সে ভিতের উপর নির্ভর করে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুঁড়ি নয়। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। ২০৩০সালের ভিতরে বিশ্বের অর্থনৈতিকভাবে যতগুলো সমৃদ্ধশালী দেশ আছে; সেসব দেশের কাতারে বাংলাদেশ হবে ২৫তম। ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পৌঁছাতে পারবো আমরা। ২০৪১সালের ভিতরে সমৃদ্ধশালী দেশে রুপান্তর হবে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট এলাকায় রোববার দুপুরে মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের চারদিকে পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। এত উন্নয়ন হচ্ছে যা ১০ বছর আগে স্বপ্নেও কেউ ভাবেনী। জনগনের দুঃখ দুর্দশা লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের কথা ভাবেন। সে লক্ষ্যে তিনি ভাঙন কবলীত মানুষের পাশে দাঁড়িয়েছেন। জেলার রামগতি-কমলনগরের ৩১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাধের জন্য প্রায় ৩হাজার একশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আশা করি এ বাধ নির্মাণের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে মেঘনার ভাঙন রোধ হবে। এ জনপদের মানুষের মুখে হাসি ফুটবে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক অখিল কুমার বিশ্বাস, জেলা আ’লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দীন, কেন্দ্রীয় আ’লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য নেতা আব্দুজ্জাহের সাজু, উপজেলা আ’লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু, সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু তাহের, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু প্রমুখ।
প্রসঙ্গত, জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানায় ২০২১সালের ১জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী, কমলনগরের লুধুয়া বাজার ও কাদির পন্ডিতেরহাট বাজার তীর রক্ষা প্রকল্প নামে ৩১.৩২৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি পাশ করে। এতে ৩হাজার ৮৯ কোটি ৯৬লাখ টাকা ব্যয় ধরা হয়।